বরিশাল মহানগরীর প্রানকেন্দ্রে কীর্তনখোলা নদীর পশ্চিম তীরে অবস্থিত  বান্দ রোডস্থ  ০৬(ছয়) একর জায়গার উপর নির্মিত “ ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষন কেন্দ্র,বরিশাল ” ২০১২ সালে তার যাত্রা শুরু করে । ইতিপূর্বে ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষন কেন্দ্রটি বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের নিয়ন্ত্রনাধীন একটি নৌ-কারখানা ছিলো। অভ্যন্তরীণ নৌ- সেক্টরে দক্ষ নৌ-কর্মীর ক্রম বর্ধমান চাহিদা পূরনের লক্ষ্যে বিআইডব্লিউটিএ বরিশালে তার নিয়ন্ত্রনাধীন ২য় নৌ-কর্মী প্রশিক্ষন কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নেয়  এবং তারই ধারাবাহিকতায় ২০১২ সালে ডিইপিটিসি, বরিশাল  প্রতিষ্ঠিত হয়।