প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনায় পরামর্শ ও দিক নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে ১২/০৪/২০০১ তারিখে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
(ক) উপদেষ্টা কমিটি গঠনঃ
০১। সচিব, নৌ-পরিবহণ মন্ত্রনালয়, চেয়ারম্যান।
০২। চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ ঢাকা, সদস্য।
০৩। মহা-পরিচালক, সমুদ্র পরিবহন অধিদপ্তর, ঢাকা, সদস্য।
০৪। চেয়ারম্যান, বিআইডব্লিউটিসি ঢাকা, সদস্য।
০৫। যুগ্ন সচিব শ্রম ও জনশক্তি মন্ত্রনালয়, সদস্য।
০৬। কমান্ড্যান্ট, মেরিন একাডেমী, চট্টগ্রাম, সদস্য।
০৭। অধ্যক্ষ, নাবিক প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম, সদস্য।
০৮। সদস্য অর্থ, বিআইডব্লিউটিএ, ঢাকা, সদস্য।
০৯। পরিচালক, কারিগরী বিআইডব্লিউটিসি, ঢাকা, সদস্য।
১০। প্রধান প্রকৌশলী (মেরিন) বিআইডব্লিউটিএ, সদস্য।
১১। অধ্যক্ষ, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী, সোনাকান্দা, নারায়ণগঞ্জ, সদস্য।
১২। সভাপতি, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, ঢাকা, সদস্য।
১৩। পরিচালক, নৌ-সওপ, বিআইডব্লিউটিএ, ঢাকা, সদস্য।
১৪। সভাপতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, সদরঘাট টার্মিনাল, ঢাকা, সদস্য।
১৫। সভাপতি, লঞ্চমালিক সমিতি, সদরঘাট ঢাকা, সদস্য।
১৬। সভাপতি, বাংলাদেশ অয়েল ট্যাংকার ওনার্স এসোসিয়েশন, ঢাকা, সদস্য।
১৭। সভাপতি, বাংলাদেশ কোষ্টাল শিপ ওনার্স এসোসিয়েশন, ঢাকা, সদস্য।
১৮। সভাপতি, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্টস, ঢাকা, সদস্য।
১৯। অধ্যক্ষ, ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বরিশাল , সদস্য-সচিব।