বাংলাদেশের পরিবহন ক্ষেত্রে নৌ-পথের গুরুত্ব উপলব্দি করে বিপুল সংখ্যক যাত্রীবাহী মালবাহী নৌ-যান পরিচালনার জন্য দক্ষ জনবল (মাষ্টার,ড্রাইভার,সারেং,সুকানী ইত্যাদি) সৃষ্টির লক্ষে অত্র কেন্দ্রে নিম্ন লিখিত কোর্স সমূহে প্রশিক্ষন প্রদান করা হয়।
ক) নৌ-শিক্ষানবিশ ক্যাডেট কোর্স :
বর্তমানে কেন্দ্রে ০১ বছর মেয়াদী নৌ-শিক্ষানিশ ডেক ও ইঞ্জিন কোর্স চালু রয়েছে। এই কোর্সে প্রতি বছর ৩০ জন নৌ-শিক্ষানবিশকে প্রশিক্ষন দেয়া হয় । যার মধ্যে ১৫ জন ডেক শিক্ষানবিশ ও ১৫ জন ইঞ্জিন শিক্ষানবিশ। প্রশিক্ষন সমাপ্তির পর শিক্ষানবিশগন দেশী বিদেশী অভ্যন্তরীন জাহাজে লস্কর / সুকানী /গ্রীজার পদে নিয়োগ পেয়ে থাকে।
খ) ইনসার্ভিস কোর্স ( প্রিপারেটরী এন্ড রিফ্রেশার কোর্স):
এই কোর্সে অভ্যন্তরীণ নৌ-যানে কর্মরত বিভিন্ন সরকারী ও বে সরকারী সংস্থা থেকে আগত নৌ-কর্মীগনকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষন দেয়া হয় । এই প্রশিক্ষনের ভিত্তিতে তারা ডেক ও ইঞ্জিন শাখায় পরবর্তী ধাপের সনদের পরীক্ষার জন্য প্রস্ততি গ্রহন করে থাকে।
গ) ইনসার্ভিস কোর্স (অভ্যন্তরীণ পাইলট ও মাষ্টার পাইলট) :
এই কোর্সে সুধূমাত্র বিআইব্লিউটিএর মার্কম্যান,পাইলট ও মাষ্টার পাইলটগন তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও পরবর্তী পদোন্নতির জন্য দক্ষতা অর্জনের নিমিত্তে ত্রৈমাসিক প্রশিক্ষন গ্রহন করে থাকেন।